Trending

আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপ ২০২১

ক্রিকেটের অন্যান্য ফরমেটের থেকে টি২০ ফরমেট হলো সবচেয়ে উত্তেজনাকর একটি ফরমেট। ক্রিকেট বিশ্বের ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করে এই টি২০ বিশ্বকাপের জন্য। তাই দেখতে দেখতে এসে গেল টি২০ মেনস বিশ্বকাপ ২০২১ । টি২০ মেনস বিশ্বকাপ ২০২১, টি২০ বিশ্বকাপের সপ্তম আসর।

এই টুর্নামেন্টের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাত ও ওমানে। ওয়েস্ট ইন্ডিজ টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন।

তারিখ :

১৭ অক্টোবর ২০২১ – ১৪ নভেম্বর ২০২১

ব্যবস্থাপক :

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল

ক্রিকেটের ধরন :

টোয়েন্টি২০ আন্তর্জাতিক

আয়োজক :

সংযুক্ত আরব আমিরাত

ওমান

অংশগ্রহণকারী মোট দল :

১৬

খেলার সংখ্যা :

৪৫

প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট :

t20worldcup.com

২০২০ সালের ১৮ অক্টোবর থেকে ১৫ নভেম্বর সময়ে অস্ট্রেলিয়ায় ২০২০ পুরুষ টি২০ বিশ্বকাপ আয়োজনের কথা থাকলেও ২০২০ সালের জুলাই মাসে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) কোভিড-১৯ মহামারির কারণে টুর্নামেন্টটি স্থগিত হয়েছে বলে নিশ্চিত করে। ২০২০ সালের আগস্ট মাসে আইসিসি নিশ্চিত করে যে ২০২১ সালের টুর্নামেন্টটি আয়োজন করবে ভারত, এবং সে সাথে অস্ট্রেলিয়াকে ২০২২ সালের টুর্নামেন্টটি আয়োজনের দায়িত্ব দেয়া হয়।[১৫] কিন্তু এর পরে ২০২১ সালের জুন মাসে আইসিসি নিশ্চিত করে যে ভারতে কোভিড-১৯ পরিস্থিতির অবনতির আশঙ্কা থাকায় টুর্নামেন্টটি ভারত থেকে সংযুক্ত আরব আমিরাতে সরিয়ে নেয়া হয়েছে । টুর্নামেন্টটি শুরু হবে ২০২১ সালের ১৭ অক্টোবর এবং টুর্নামেন্টের ফাইনাল খেলা হবে ১৪ নভেম্বর। টুর্নামেন্টের প্রথম রাউন্ড একযোগে আয়োজন করবে সংযুক্ত আরব আমিরাত ও ওমান। নিচে ICC Mens টি২০ বিশ্বকাপের পূর্নাঙ্গ Schedule ও Fixer’s দেওয়া হল :

(এখানে 16:00(BDT) মানে হলো বাংলাদেশ সময় বিকাল চারটা অপরদিকে 20:(BDT) মানে হলো বাংলাদেশ সময় রাত আটটা)

প্রিয় ভিজিটর, টি২০ বিশ্বকাপ ২০২১ এর সকল Schedule ও Fixers সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করেছি মাত্র। এ সম্পর্কিত আরও তথ্য পেতে চাইলে কমেন্ট বক্সে কমেন্ট করুন এবং আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *