Trending

পুরাতন মোবাইল কিনার সময় যে বিষয়গুলো অবশ্যই মাথায় রাখবেন…

পুরাতন মোবাইল কিনার সময় যে বিষয়গুলো অবশ্যই মাথায় রাখবেন…

আমাদের মধ্যে অনেকেই আছেন যাদের নতুন মোবাইল কেনার সামর্থ্য নেই। পুরাতন মোবাইল কম টাকায় কিনার আগ্রহ সবারই থাকে। কিন্তু অনেক আছে পুরাতন মোবাইল কিনার কয়েকদিন পরেই দেখে মোবাইল সমস্যার পরিপূর্ন।

মোবাইল কিনার সময় আমাদের অবশ্যাই কিছু জিনিস মাথায় রাখা উচিত। যেনো ক্রয়ের পরে আমরা ঠকে না যাই। তাই আমি আমার এই লেখনিতে যথাসম্ভব ধারণা দেওয়ার চেষ্টা করবো যেনো আমরা ভালোভাবে যাচাই করতে পারি। আমার এই ব্লগ পড়ে কেউ উপকৃত হলে আমি স্বার্থক হব।

একটি সেকেন্ড হ্যান্ড ফোন কেনার আগে আপনাকে অবশ্যই জানতে হবে যে ফোনের সকল পোর্ট গুলো ঠিকমত কাজ করছে কিনা,,,, এই পোর্ট গুলো হচ্ছে, sim card slot, memory card slot, headphone,headphone port, charger pin , charger port ইত্যাদি

উপরোক্ত বিষয়গুলো ছাড়াও আপনাকে আরও কিছু বিষয় যাচাই-বাছাই করে নিতে হবে। নিচে এগুলো উল্লেখ করা হল :

নিচের কথাগুলো মনে রাখুনঃ-

১. ইন্টারনেটে দেখুন মোবাইল কত সালে বাজারে আসছে। তারপর থেকেই আন্দাজ করতে পারবেন যে, কত সাল থেকে ব্যাবহার হচ্ছে।

২. মোবাইলের বডি দেখুন। কোন স্ক্র্যাচ আছে কিনা ভালোভাবে লক্ষ্য করুন।

৩. তারপর ক্যামেরা দেখুন। সামনে পেছনের ক্যামেরা ভালোভাবে দেখে নিন।

৪. ইউজ করুন অন্তত 1 ঘন্টা। তারপর ব্যাটারির পারফরম্যান্স সম্পর্কে আপনার ধারণা হয়ে যাবে।

৫. ইন্টারনেটের ব্রাউজিং করুন। তাহলে বুঝতে পারবেন নেটওয়ার্কের কোন সমস্যা আছে কিনা।

৬. ডিসপ্লে ভালভাবে দেখুন। দেখবেন কোনো দাগ লক্ষ্য করা যায় কিনা।

৭. সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনি যখন মোবাইলটি এক ঘন্টায় ব্যবহার করবেন তখন লক্ষ রাখবেন মোবাইলটা কতটুকু গরম হয়েছে। যদি তুলনামূলকভাবে বেশি গরম হয়ে যায় তাহলে বুঝতে হবে প্রসেসর এর সমস্যা আছ, এই ধরণের ফোন না কেনাই ভালো‌।

উপরোক্ত বিষয়গুলি পুরাতন মোবাইল কেনার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট।আমার সাইট দেখার জন্য আপনাকে ধন্যবাদ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *