যেভাবে চেক করবেন ২০২১ সালের এসএসসি রেজাল্ট

এসএসসি, দাখিল, কারিগরি এসএসসির রেজাল্ট যেভাবে চেক করবেন

আসসালামু আলাইকুম।

আপনারা সবাই নিশ্চয়ই জানেন যে গত ১৪.১১.২০২১ ইং তারিখে শুরু হয়ে গত ২৪.১১.২০২১ ইং তারিখে শেষ হয়েছে ২০২১ সালের এসএসসি পরিক্ষা।

হিসেব করলে দেখা যায় পরিক্ষা শেষ হওয়ার ইতোমধ্যে এক মাস পেরিয়ে গেছে।

সাধারনত দেখা যায়, এসএসসি তে সবগুলো বিষয়ের উপর পরিক্ষা হয় এবং পরিক্ষা শেষ হওয়ার প্রায় তিন মাস পর ফলাফল প্রকাশিত হয়। কিন্তু এবছর ঘটেছে তার ব্যতিক্রম। এবারের এসএসসি তে কেবল তিনটি বিষয়ের উপর পরিক্ষা হয়েছে এবং তিনটি বিষয়েরই সম্পূর্ণ সিলেবাসের মাত্র ৩০% এর উপর পরিক্ষা হয়েছে।

কাজেই শিক্ষার্থীদের পরিক্ষার খাতা মূল্যায়ন ও ফলাফল প্রস্তুতসহ অন্যান্য প্রাসঙ্গিক কর্ম সম্পাদনে সময় লাগছে আগের তুলনায় অনেক কম।

কাজেই আশা করা যায় যে, পরিক্ষা শেষ হওয়ার একমাসের মধ্যেই হয়তো রেজাল্ট প্রকাশিত হতে পারে।

আর ইতোমধ্যেই যেহেতু একমাস পেরিয়ে গেছে, কাজেই আশা করা যায় আর কয়েকদিনের মধ্যেই এসএসসি রেজাল্ট প্রকাশিত হবে।

 

আপনার যদি কোনো ভাই, বোন বা কোনো আত্মীয় স্বজন এসএসসি – ২০২১ এ অংশগ্রহন করে থাকে তো চলুন দেখে নিই কিভাবে নিজেই সবার আগেই বের করবেন তার এসএসসি রেজাল্ট।

এসএমএস এর মাধ্যমে

মোবাইল ফোন দিয়ে এসএমএস এর মাধ্যমে এসএসসি রেজাল্ট বের করার জন্য আপনার মোবাইলের এসএমএস অপশনে গিয়ে

SSC<space>Board (প্রথম তিন অক্ষর)<space>Roll Number<space>Year

লিখে পাঠিয়ে দিন 16222 নম্বরে।

 

উদাহরণঃ SSC DIN 211347 2021

 

মাদরাসা বোর্ডের জন্য লিখুন

SSC<space>MAD<space>Roll<space>Yearপাঠিয়ে দিন 16222 নাম্বারে।

উদাহরণঃ SSC MAD 211347 2021

 

কারিগরি বোর্ডের জন্য লিখুন

SSC<space>TEC<space>Roll<space>Year

পাঠিয়ে দিন 16222 নাম্বারে।

উদাহরণঃ SSC TEC 211347 2021

 

সকলের জন্য শুভকামনা রইল।

খোদা হাফেজ।।।

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *