যার সাথে প্রেম করছেন, সে কি আসলেই আপনাকে বিয়ে করবে? কীভাবে বুঝবেন যে সে আপনাকে বিয়ে করবে বা করার কথা চিন্তা করছে? 

যার সাথে প্রেম করছেন, সে কি আসলেই আপনাকে বিয়ে করবে? কীভাবে বুঝবেন ? 

বর্তমানে ভালোবাসা অনেকটাই যেন পুতুল খেলা হয়ে গিয়েছে। যে যার ইচ্ছা মত সম্পর্ক ভাঙছে, আবার পর মুহূর্তেই নতুন কারো সাথে গড়ছে। মুখে যে যতই ভালোবাসার কথা বলুক, প্রতারণা করার সময় সেসব কথা মনেই থাকছে না কারো।

কিন্তু তারপরও কি সত্যিকারের ভালোবাসার সম্পর্ক থেমে আছে? কিছু খারাপ মানুষের জন্য আজ এত অবিশ্বাস। কিছু আচরণ দেখলেই বোঝা যায় আসলেই সে আপনাকে বিয়ে করবে কিনা। যেমন:-

* দিন দিন আপনার প্রতি তার ভালোবাসা বেড়েই চলছে। কোনো ছেলে যখন সত্যি সত্যিই কোনো মেয়ের সঙ্গে নিজের জীবন কাটাতে চান, তাহলে তার মধ্যে একটি ম্যাচিউরিটি চলে আসে

* সে হঠাৎ করেই তার পরিবারের সঙ্গে আপনাকে পরিচয় করিয়ে দিচ্ছে। এমনকি আপনার পরিবারের সঙ্গেও পরিচয় হতে চাইছে। এমন আচরণ করলে বুঝবেন সে আপনাকে নিয়ে খুবই আগ্রহী।

* আপনি সামান্য অসুস্থ হলে আপনার প্রেমিক অস্থির হয়ে যায় এবং সুস্থ না হওয়া পর্যন্ত সে চিন্তিত থাকে, এর মানে সে আপনাকে অনেক ভালোবাসে।

* আপনার ব্যক্তিগত জীবন, পরিবার, ভবিষ্যৎ পরিকল্পনা সবকিছুতেই তার জানার আগ্রহ অনেক বেশি।

* ছেলেরা যখন কোন মেয়েদেরকে বিয়ে করতে চায়, তখন তিনি সারা পৃথিবীর সামনে সেই মেয়েদের সম্মানকে উঁচু রাখার চেষ্টা করেন। কখনো এমন কিছু বলেন না বা করেন না, যাতে প্রেমিকার অসম্মান হয়।

* ছেলেরা যখন বিয়ে করতে চান, তখন তার ব্যাপারে খুব রক্ষণশীল আচরণ দেখিয়ে থাকেন। প্রেমিকার পোশাক থেকে শুরু করে বন্ধুবান্ধব পর্যন্ত সকল বিষয়েই প্রেমিক মাথা ঘামাতে শুরু করেন। এতে বুঝতে হবে সে বিয়ে করতে চাইছে।

অনেকেই প্রেমের সময় সন্তান নিয়ে টুকটাক কথা বলে। যে আপনাকে বিয়ে করতে চায় না, সে কখনই ভবিষ্যৎ সন্তান নিয়ে কথা বলবে না।

সব থেকে বড় কথা ২ জনের মধ্যে বিশ্বাস থাকতে হবে। এটাই আসল কথা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *